১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

লাশের মিছিল থামছেই না, খুলনায় একদিনে পাঁচজনের মৃত্যু

শেয়ার করুন

।।শেখ শাহরিয়ার। জেলা প্রতিনিধি (খুলনা)।।

 

খুলনায় যেন লাশের মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় মহানগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত থেকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত এসব লাশ উদ্ধার হয়।

মঙ্গলবার সকাল ১০টার দিকে খুলনা রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে প্রিন্স  নামের এক যুবকের লাশ উদ্ধার করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। নিহত প্রিন্স স্টেশনসংলগ্ন একটি হোটেলের কর্মচারী ছিলেন।

এর আগে সোমবার রাত ৯টার দিকে রূপসার জাবুসার চৌরাস্তা এলাকায় আইডিয়াল কোম্পানির পুকুর থেকে হাত-পা বাঁধা অর্ধগলিত এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। রূপসা থানার ওসি মো. মাহফুজুর রহমান জানান, তিন থেকে পাঁচ দিন আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

একইদিন সন্ধ্যা ৭টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের পাশ থেকে উদ্ধার হয় আরেক অজ্ঞাত বৃদ্ধের (৮০) মরদেহ। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

এদিকে রূপসা উপজেলার রাজাপুর এলাকায় তনুমা ঘোরামী (২৭) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় তাকে কালিবাড়ি ঘাট থেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ জানা যায়নি।

অন্যদিকে বটিয়াঘাটার কুন্ডুপাড়া গ্রামে নিজ বাড়ির পুকুর থেকে জোসনা কুন্ডু (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। থানার ওসি মো. আব্দুর রহিম জানান, শারীরিক অসুস্থতার কারণে পানি আনতে গিয়ে তিনি পুকুরে পড়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন