১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

নিহত ৩৯ জনের পরিবারকে ক্ষতিপূরণ দেবেন বিজয়

শেয়ার করুন

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয় সদ্য সিনেমা ছেড়ে রাজনীতির ময়দানে নেমেছেন। ইতোমধ্যে তার গড়া রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম  নিয়ে কার্যক্রম শুরু করেছেন তিনি। সেই ধারাবাহিকতায় গত শনিবার  তামিলনাড়ুর করুরেতে জনসভা করা হয়। সেখানেই ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা।

প্রিয় নায়ককে একবার ছুঁয়ে দেখার জন্য ভিড়ের মাঝে টাল সামলাতে না পেরে কেউ কেউ পড়ে যান। তাদের ওপর দিয়েই এগোতে থাকেন অন্যরা। ধাক্কাধাক্কিতে একাধিক শিশুও অভিভাবকদের থেকে আলাদা হয়ে যায়। শুরু হয় বিশৃঙ্খলা। মাত্রাছাড়া ভিড় সামাল দিতে ততক্ষণে হিমশিম খাচ্ছে পুলিশ। এর মধ্যেই ঘটে যায় অঘটন। প্রাণ হারিয়ে যায় ১০ শিশু, ১৬ নারীসহ ৩৯ জনের। আহত শতাধিক। এ ঘটনায় স্তব্ধ হয়ে যান অভিনেতা। এবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণের ঘোষণা দেন বিজয় থালাপতি।

ইতোমধ্যে তামিলনাড়ু সরকার মৃতদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে ১০ লাখ রুপি দেবে বলে জানিয়েছে। আহতদের পরিবার পিছু দেওয়া হবে এক লাখ রুপি। অন্যদিকে যাকে নিয়ে এমন ঘটনা, সেই বিজয় থালাপতি সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে জানিয়েছেন, মৃতদের পরিবারের জন্য ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দেবেন তিনি। আহতদের দেবেন ২ লাখ রুপি।

 

 

শেয়ার করুন