১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

মোবাইল ফোনের ব্যাটারি ফুলে গেলে যা করবেন

শেয়ার করুন

সাধারণত দীর্ঘদিন ব্যবহারে মোবাইল ফোনের ব্যাটারি ফুলে যেতে দেখা যায়। এই বিষয়টি মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয়। স্মার্টফোনের ব্যাটারি ফুলে গেলে শুধু মোবােইলের ক্ষতিই হয় না বরং ব্যবহারকারীর নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে। এতে আগুন বা বিস্ফোরণের মতো ঘটনাও ঘটতে পারে।

ব্যাটারি ফুলে যাওয়ার কারণ-

অতিরিক্ত চার্জ দেওয়া: দীর্ঘ সময় চার্জে রেখে দিলে ব্যাটারির ভেতরে চাপ তৈরি হয়।

অতিরিক্ত গরম হয়ে যাওয়া: ফোনের প্রসেসর বেশি গরম হলে তা ব্যাটারিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।

নিম্নমানের চার্জার বা কেবল ব্যবহার: সস্তা বা অনুমোদনহীন চার্জার ব্যাটারির আয়ু দ্রুত কমিয়ে দেয়।

ব্যাটারির আয়ু শেষ হয়ে যাওয়া: পুরোনো ব্যাটারিতে রাসায়নিক পরিবর্তন বেশি হয়, ফলে গ্যাস সৃষ্টি হয়।

শর্টসার্কিট বা ত্রুটি: ফোনের ভেতরে কোনো ত্রুটি থাকলে তা ব্যাটারি ফুলে যাওয়ার ঝুঁকি বাড়ায়।

ব্যাটারি ফুলে গেলে করণীয়

১. মোবাইল ফোনটি সঙ্গে সঙ্গে বন্ধ করুন এবং চার্জার খুলে ফেলুন।

২. ব্যাটারি আলাদা করা সম্ভব হলে আলতোভাবে খুলে ফেলুন।

৩. কোনো অবস্থাতেই ব্যাটারিতে ছিদ্র বা কাটা যাবে না, এতে বিস্ফোরণের ঝুঁকি থাকে।

৪. মোবাইল বা ব্যাটারি গরম হলে ঠান্ডা স্থানে রাখুন, কিন্তু পানির কাছে নয়।

৫. ব্যাটারি বদলাতে বিশ্বস্ত ও অনুমোদিত সার্ভিস সেন্টারে নিয়ে যান।

শেয়ার করুন