১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বায়ু দূষণে শীর্ষে লাহোর, ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি

শেয়ার করুন

বিশ্বের দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার একিউআই (AQI) স্কোর দাঁড়িয়েছে ১১২, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

অন্যদিকে, ১৮৫ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর শীর্ষে রয়েছে সবচেয়ে দূষিত শহরের তালিকায়। দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা (১৫৩ স্কোর), একই স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে দুবাই।

চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা (১৫০), আর পঞ্চম স্থানে ভারতের দিল্লি (১৩৯ স্কোর)।

একিউআই সূচকে ০–৫০ ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ সাধারণভাবে অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১–৪০০ ঝুঁকিপূর্ণ ধরা হয়।

শেয়ার করুন