
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। সবশেষ হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজার ৫ জনে।
এ সময় আরও ৩৭৯ জন আহত হন। তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।
একই সময়ে মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ছয়জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি গুলিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৬৬ এবং আহত হয়েছেন ১৮ হাজার ৭৬৯ জন।
গাজায় প্রায় দুই বছর ধরে ইসরায়েলের আগ্রাসন চলমান। এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগেও ইসরায়েল বিচারাধীন।
অবরুদ্ধ এই ভূখণ্ডে চলমান হত্যাযজ্ঞের ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে।