
মেহেদী হাসান রাঙামাটি জেলা প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টি ও সন্ত্রাসী তৎপরতার পরিকল্পনা ভেস্তে দিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর আওতাধীন কুকিমারাপাড়া বিজিবি ক্যাম্পের তৎপরতায় আজ বিকেলে একটি যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সূত্র জানায়, বান্দরবান থেকে রাঙামাটি ও খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা করা সম্রাট পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১১-০০৩০) অভিযান চালিয়ে ৫০০টি দেশীয় দা/চাপাতি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে বাসের চালক ও সহকারী স্বীকার করেছেন, প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ সংগঠনের নির্দেশে খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে এসব অস্ত্র পরিবহন করা হচ্ছিল।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র, বাস ও সংশ্লিষ্ট তথ্য আইনগত ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাপ্তাই ব্যাটালিয়নের কর্মকর্তারা বলেন, “পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বিজিবি সর্বদা সজাগ। যারা সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে চায়, বিশেষত ইউপিডিএফসহ সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং অস্ত্রগুলোর উৎস ও পরিকল্পিত ব্যবহার সম্পর্কে পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
এদিকে, খাগড়াছড়িতে মারমা শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনায় অবরোধের নামে খাগড়াছড়িজুড়ে ব্যাপক সহিংসতা চালায় ইউপিডিএফ সন্ত্রাসীরা।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইউপিডিএফের সহিংস কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়িয়েছে। বিজিবির এ সফল অভিযানকে সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে একটি কার্যকর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।