
মো. রাশেদুল্লাহ আলমদার ,পটিয়া প্রতিনিধি: ওয়েবপোর্টাল হালনাগাদে উদ্যোগী হওয়ার আহ্বান ইউএনও’র ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে পটিয়া উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), পটিয়ার যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হওয়া র্যালিতে সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা, সনাক-টিআইবি নেতৃবৃন্দ, ইয়েস ও এসিজি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা আইসিটি কর্মকর্তা মৃম্ময় দাশ, তথ্য কর্মকর্তা মো. রহমত উল্লাহ চৌধুরী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধর, সনাক সদস্য অজিত কুমার মিত্র, মো. সোলায়মান, শাহ আলম খোকন, নিলুফার জাহান কুমু ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন। সঞ্চালনায় ছিলেন সনাক পটিয়ার সভাপতি সাংবাদিক আবদুর রাজ্জাক।
এসময় পটিয়ার সরকারি অফিসগুলোর ওয়েব পোর্টাল স্টাডির প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর এ.জি.এম. জাহাঙ্গীর আলম। প্রতিবেদনে উল্লেখ করা হয়—২০২৫ সালের তথ্যে দেখা যায়, উপজেলার ৩৫টি সরকারি অফিসের মধ্যে মাত্র একটি অফিসের ওয়েবপোর্টাল নির্ধারিত সাতটি বিষয়ে আপডেট রয়েছে। দুটি অফিসের কোনো তথ্যই নেই। ২০২৪ সালের তুলনায় এ বছর ছয়টি প্রতিষ্ঠানে হালনাগাদের অগ্রগতি কমে গেছে, যা মোটেই কাম্য নয়।
সনাক সদস্য ও সাবেক সভাপতি অজিত কুমার মিত্র বলেন, বদলিজনিত কারণে ওয়েবপোর্টালের তথ্য হালনাগাদ থাকে না। বদলি হওয়া কর্মকর্তা যোগদানের সময় বা বিদায়কালে যদি ওয়েবপোর্টাল হালনাগাদ করেন, তবে অনেক সমস্যার সমাধান হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও ফারহানুর রহমান বলেন, “তথ্য প্রাপ্তির অধিকার নাগরিক অধিকার। গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে সচেতনতা বৃদ্ধি না করলে জনগণ এই আইনের সুফল থেকে বঞ্চিত হবে। তথ্যের অভাবে যেন কোনো নাগরিক সেবা বঞ্চিত না হয় সে বিষয়ে সবার সজাগ থাকা জরুরি।” তিনি আরও বলেন, তথ্য কমিশনের ওয়েবসাইটসহ স্থানীয় অফিসগুলোর ওয়েবপোর্টাল হালনাগাদ রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।