
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বাংলাদেশ ন্যাশানাল ক্যাডেট কোর (বিএনসিসি) টিম নিয়ে অনুষ্ঠিত ব্যাটালিয়ন ক্যাম্প-২০২৫ এর শ্রেষ্ঠ ক্যাডেট পুরস্কার প্রাপ্ত হয়েছেন নোয়াখালী সরকারি কলেজ বিএনসিসির ক্যাডেট সার্জেন্ট জয়া ভৌমিক।
গত ১৮ সেপ্টেম্বর হতে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ৭দিন ব্যাপী অনুষ্ঠিত হয় এই ব্যাটালিয়ন ক্যাম্প। উক্ত ক্যাম্পে নোয়াখালী সরকারি কলেজ বিএনসিসির ১২ জন ক্যাডেট অংশগ্রহণ করেন।
উক্ত ক্যাম্পে সি কোম্পানির কমান্ডার হিসেবে জয়া ভৌমিকের নেতৃত্বে ৬ ব্যাটালিয়ন হতে ড্রিল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় “সি কোম্পানি”। উক্ত টিমে ক্যাডেট কর্পোরাল সানজিদা আক্তার মুক্তা ও ক্যাডেট ল্যান্স কর্পোরাল ফাতেমা আক্তার সিন্তী কন্টিনজেন্ট মেম্বার ছিলেন।
উক্ত ক্যাম্পে ব্যাটমিন্টন খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ক্যাডেট মুশফিয়া আক্তার মিশু।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নোসক বিএনসিসির ক্যাডেট সার্জেন্ট জয়া ভৌমিক বলেন, প্রথমত সৃষ্টি কর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমার সহযোদ্ধাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছি। আমার উপর যে দায়িত্ব অর্পিত ছিলো আমি সহযোদ্ধাদের সাথে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি এবং কয়েকটি ব্যক্তিগত ও দলগত ইভেন্টে নোসক বিএনসিসির জন্য পুরস্কার অর্জন করার সৌভাগ্য লাভ করেছি। এজন্য আমাদের টিম খুবই আনন্দিত এবং গর্ববোধ করছে। আগামীতেও যেকোনো পর্যায়ে, ক্যাম্পিং, প্রতিযোগিতা, প্রোগ্রামে আমরা সর্বোচ্চটা দিয়ে আমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চেষ্টা করে যাবো।