১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলে অস্ত্র রপ্তানি করছে না জার্মানি

শেয়ার করুন

গত আগস্টে ইসরায়েলে অস্ত্র রপ্তানিতে বিধিনিষেধ আরোপের পর দেশটিতে জার্মান অস্ত্র রপ্তানি শূন্যে নেমে এসেছে।জার্মানির বামপন্থি দল ডি লিঙ্কে-র সংসদ সদস্য উলরিশ থোডেনের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানায় জার্মানির অর্থনীতি মন্ত্রণালয়।

এ বিষয়ে বার্তা সংস্থা ডিপিএর খবরে বলা হয়, ৮ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ইসরায়েলে অস্ত্র রপ্তানির অনুমতি পায়নি জার্মান প্রতিষ্ঠানগুলো৷ এর ফলে উল্লেখিত সময়ে ইসরায়েলে অস্ত্র রপ্তানি শূন্যে নেমে আসে।

তার আগে, গত ৮ মার্চ জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস জানান, গাজা যুদ্ধে ব্যবহৃত হতে পারে এমন সামরিক সরঞ্জাম আপাতত রপ্তানির অনুমতি দেবে না জার্মান সরকার।

সে সময় ফিলিস্তিনিদের প্রতি আচরণের জন্য বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের ক্রমাগত সমালোচনা করছিল জার্মান সরকার। যদিও এর জন্য দেশটির উপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি জার্মানি।

শেয়ার করুন