১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

নকলায় শিক্ষার্থীদের মাঝে প্রায় পাঁচ শতাধিক ফলজ গাছের চারা বিতরণ

শেয়ার করুন

শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের ‘জাগ্রত স্বেচ্ছাসেবী সংগঠন’ এর উদ্যোগে ‘চন্দ্রকোনা কলেজ’ এবং মাদ্রাসা সহ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঁচ শতাধিক ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

আজ (২৫ সেপ্টেম্বর) রোজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ‘জাগ্রত স্বেচ্ছাসেবী সংগঠন’ এর কার্যক্রম শুরু হয়ে দুপুর ৩টা পর্যন্ত চলমান ছিলো। কার্যক্রম পরিচালনায় ছিলেন সংগঠনটির সভাপতি মোঃ রাসেল, সহ-সভাপতি মাসুদ রানা ও সাঈদ আহমেদ সহ শাকিব, আতিকুল, ইমন, জিন্নাহ ও সক্রিয় স্বেচ্ছাসেবকগণ।

এধরণের কার্যক্রমকে সাদুবাদ জানিয়েছে অনেক প্রতিষ্ঠানের শিক্ষকগণ এবং বলেছেন পরিবেশ রক্ষা এটি আমাদের সকলের নৈতিক কর্তব্য। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা যদি এখন থেকেই গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলে, তাহলে ভবিষ্যতে একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব টেকসই সমাজ গড়ে উঠবে।

পরিবেশবান্ধব এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা এবং এধরনের কার্যক্রম চলমান রাখার প্রতিশ্রুতি দেন।

শেয়ার করুন