১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ কর্মকর্তার সঙ্গে তরুণীর আপত্তিকর ছবি ভাইরাল

শেয়ার করুন

বিয়ের আশ্বাসে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক সুজন শ্যামের বিরুদ্ধে। তার আপত্তিকর অবস্থার কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এসআই সুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

শনিবার বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ। এ নিয়ে বিভিন্ন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

অভিযোগকারী তরুণী জানান, সুজন শ্যাম বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিছুদিন পর বিয়ে করতে অস্বীকৃতি জানালে তরুণী বাধ্য হয়ে গত ১৩ সেপ্টেম্বর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রাথমিক তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ায় এসআই সুজনকে সাময়িক বরখাস্ত করা হয়।

শেয়ার করুন