১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশ ভ্রমণে যেতে চান, প্রস্তুতি নিন আজ থেকেই

শেয়ার করুন

কমবেশি সবারই স্বপ্ন থাকে দেশ পেরিয়ে বিদেশ ভ্রমণ। অনেকেই হয়তো দেশের অপরূপ সৌন্দর্য উপভোগের পর সীমানা পেরিয়ে ঘুরে বেড়ানোর কথা ভাবছেন। কিন্তু প্রস্তুতি ছাড়া বিদেশ গেলেই পড়তে হয় নানা বিড়ম্বনায়। তাই সুন্দর এবং নিরাপদ ভ্রমণে এখন থেকেই সাজাতে হবে পরিকল্পনা। এর মধ্যে রয়েছে- পাসপোর্ট ও ভিসার মেয়াদ, ভ্রমণের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, টিকিট ও হোটেল বুকিং এবং আর্থিক প্রস্তুতি। এছাড়া গন্তব্য দেশের নিয়মকানুন এবং সংস্কৃতি সম্পর্কেও জানা দরকার।

 

পাসপোর্টের মেয়াদ যাচাই করুন, অনেক দেশ পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস পর্যন্ত বৈধ থাকার শর্ত রাখে। তাই এখনই মেয়াদ নিশ্চিত করে নবায়নের আবেদন করুন। নবায়নের জন্য সাধারণত চার থেকে ছয় সপ্তাহ লাগে।

 

যে দেশে বেড়াতে যেতে চান, সে দেশের ভিসার জন্য কমপক্ষে দুই মাস আগে আবেদন করা ভালো। ভিসা পেতে অনেক ক্ষেত্রেই বেশি সময় লেগে যায়। এছাড়া ভিসা পেতে কী কী প্রয়োজন, সেগুলোর তালিকা সংশ্লিষ্ট দেশের দূতাবাসের ওয়েবসাইট থেকে জেনে নিন। ভ্রমণের সময় পাসপোর্ট ও ভিসার কপি (নরম ও হার্ড কপি) সঙ্গে রাখুন।

 

অনেক দেশে ট্যুরিস্ট ভিসায় ভিজিট করলেও সেসব দেশের নানা ধরনের নিয়মকানুন থাকে। যেমন মহামারিপ্রবণ কোনো এলাকায় গেলে কিছু নির্দিষ্ট টিকা সনদের প্রয়োজন পড়ে।

শেয়ার করুন