১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে বেড়েছে অস্ত্র চোরাচালান

শেয়ার করুন

দেশের সীমান্ত গলে ঢুকছে অবৈধ অস্ত্র। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য আনা হচ্ছে অস্ত্র। বিশেষ করে গত তিন মাসে এই চোরাচালানের পরিমাণ উদ্বেগজনক হারে বেড়েছে।

এ সময়ে দেশের বিভিন্ন সীমান্ত থেকে শুধু বর্ডার গার্ড বাংলাদেশ  উদ্ধার করেছে অর্ধশত অবৈধ আগ্নেয়াস্ত্র। গোলাবারুদ উদ্ধার হয়েছে সহস্রাধিক রাউন্ড। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে ছোট অস্ত্র বেশি।

বিজিবির তথ্যানুযায়ী, গত তিন মাসে ১৬টি দেশি-বিদেশি পিস্তল, দুটি রিভলভার, দুটি এসএমজি, পাঁচটি রাইফেল, ১৬টি দেশীয় বন্দুক, তিনটি শর্টগান, তিনটি মর্টার শেল, ৮টি হ্যান্ড গ্রেনেড, ২৭টি অন্যান্য দেশীয় অস্ত্র, ২১টি ম্যাগাজিন এবং ১০০৩ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গোলাবারুদ জব্দ করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৩৮টি পিস্তল, পাঁচটি এসএমজি, ১৮টি গ্রেনেড, ৮টি রাইফেল, ছয়টি রিভলভার, ৫২টি সব ধরনের গান, ৮ হাজার ৮৫৯ গোলাবারুদ, ৪৫টি ম্যাগাজিন, চারটি মর্টার শেল, ৪১টি ককটেল, ১০.৪৪ কেজি গান পাউডার এবং ২৩৩টি ব্লাঙ্ক কার্টিজ জব্দ করেছে বিজিবি।

বিজিবির দায়িত্বশীলরা বলছেন, গত বছরের তুলনায় চলতি বছরের শেষ কয়েক মাসে অস্ত্র কারবারিরা বেশি তৎপর হয়েছে। কয়েকটি চক্র সীমান্ত দিয়ে তারা অবৈধ অস্ত্র আনছে। অস্ত্রগুলো সমতল ও পাহাড়ের সন্ত্রাসীদের কাছে হস্তান্তর করা হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য এসব অবৈধ অস্ত্র আনা হচ্ছে।

শেয়ার করুন