
বগুড়ার শিবগঞ্জে স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার সাদুল্যাপুর বটতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার,১৬ সেপ্টেম্বর, সকালে বাড়িতে তাদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতদের মধ্যে ছেলেটির নাম ইমরান বলে জানা গেছে। নারীর নাম এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটেছে।