১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি কর্মকর্তাদের কঠোর হুঁশিয়ারি দিলেন উপদেষ্টা

শেয়ার করুন
ছবি: সংগৃহীত

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, কাউকে নির্বাচিত করা সরকারি কর্মকর্তাদের কাজ না। মানুষ যাকে ভোটে নির্বাচিত করবে তার সঙ্গে কাজ করবেন সরকারি কর্মকর্তারা। নির্বাচনে পক্ষপাতিত্ব করলে সাবেক অনেক সিইসির মতো কঠিন পরিণতি ভোগ করতে হবে।

শনিবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন করতে চায়। যে নির্বাচনে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। যেখানে কোনো সহিংসতা থাকবে না, প্রার্থীদের পোলিং এজেন্টরা থাকতে পারবেন এবং উন্মুক্তভাবে ভোট গণনার সুযোগ থাকবে। প্রবাসী ভোটাররাও প্রথমবারের মতো পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

তিনি বলেন, গ্যাস ও কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে খরচ বেশি হচ্ছে। তাই সরকার নবায়নযোগ্য জ্বালানি হিসাবে সোলার বিদ্যুৎ উৎপাদনে জোর দিয়ে কাজ করছে।

জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

শেয়ার করুন