১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

মোটরসাইকেল এক্সিডেন্টে প্রাণ গেলো নোসক শিক্ষার্থীর, ঈদ আনন্দ রূপ নিলো বিষাদে

শেয়ার করুন

নোসক প্রতিনিধি(সুমাইয়া আক্তার): মোটরসাইকেল এক্সিডেন্টে নোয়াখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ নিহত হয়েছেন।

গতকাল (৩১ মার্চ) রাত প্রায় দুইটার দিকে নোয়াখালী বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তা টু চন্দ্রগঞ্জ লক্ষীপুর সড়কের কেন্দুরবাগ এলাকায় মোটরসাইকেল এক্সিডেন্ট ঘটে। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ যায় নোসক শিক্ষার্থী তানভীরের।

এদিকে ঈদের রাতে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। পরিবারের ঈদ আনন্দ রূপ নিয়েছে চোখের জল আর বিষাদের ঘনঘটায়। তানভিরকে হারিয়প শোকে স্তব্ধ হয়ে পড়েছে তার পরিবার, সহপাঠী, বন্ধু বান্ধব ও এলাকাবাসী। তানভিরের বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন স্মৃতিচারণ করে তার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালা তায়ালার নিকট প্রার্থনা করছেন।

শেয়ার করুন