১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ছোটখাটো লেনদেনে লাগবে না পিন, নতুন ফিচার হোয়াটসঅ্যাপের

শেয়ার করুন

প্রযুক্তির উন্নতির ফলে এখন আর লেনদেনের জন্য ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হয় না। অধিকাংশ মানুষই অনলাইনে লেনদেন সেরে নেন। সেই কথা মাথায় রেখেই হোয়াটসঅ্যাপ আগেই পেমেন্ট ফিচার চালু করেছিল। এবার ব্যবহারকারীদের জন্য আসছে আরও নতুন সুবিধা।

পেমেন্ট ফিচারে বড় পরিবর্তন আনতে চলেছে মেটা মালিকানাধীন এই অ্যাপ। এতে লেনদেন আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, হোয়াটসঅ্যাপের নতুন পেমেন্ট ফিচার গুগল পে ও ফোন পে-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হোয়াটসঅ্যাপ শিগগিরই “UPI Lite” নামে একটি নতুন ফিচার চালু করতে যাচ্ছে। এই ফিচারের মাধ্যমে ছোটখাটো লেনদেন আরও সহজ হবে, কারণ এতে আর পিন দেওয়ার প্রয়োজন পড়বে না। ফলে খুব দ্রুত ও সহজেই টাকা পাঠানো যাবে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু করা হয়েছে, এবং ধাপে ধাপে এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।

নতুন অডিও মেসেজ ট্রান্সলেশন ফিচার

শুধু পেমেন্টই নয়, হোয়াটসঅ্যাপে আসছে আরও একটি চমকপ্রদ ফিচার—”অডিও মেসেজ ট্রান্সলেশন”। এটি ব্যবহারকারীদের জন্য মেসেজ আদান-প্রদানকে আরও সহজ করবে। আগেই পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু করা হয়েছিল, এবার এটি সবার জন্য উন্মুক্ত হচ্ছে।

এই ফিচারে “স্পিচ রেকগনিশন টেকনোলজি” ব্যবহার করা হয়েছে, যা অডিও মেসেজকে স্বয়ংক্রিয়ভাবে লিখিত টেক্সটে রূপান্তর করতে পারবে। শুধু ইংরেজি নয়, বিভিন্ন ভাষাতেও এই সুবিধা পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেটগুলো ব্যবহারকারীদের জন্য লেনদেন ও যোগাযোগ আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে।

 

শেয়ার করুন