১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশে রমজান শুরু কাল

শেয়ার করুন

বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। দেশটির সংবাদমাধ্যম অন্তরা জানিয়েছে, ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১ মার্চ থেকেই রমজান মাস শুরু হবে। সে অনুযায়ী, আজ শুক্রবার রাতে প্রথম তারাবির নামাজ আদায় করা হবে।

ইন্দোনেশিয়ার ‘ইসবাত’ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত

শুক্রবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার ধর্ম ভবনে ‘ইসবাত’ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দেশটির ধর্মীয় নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে চাঁদ দেখার তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয় যে, শনিবার (১ মার্চ) থেকে ১৪৪৬ হিজরি সনের রমজান মাস শুরু হবে।

ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী নাসরুদ্দিন ওমর এক সংবাদ সম্মেলনে বলেন, “ইসবাত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার থেকে রমজান মাসের রোজা পালন শুরু হবে।”

প্রতিবেশী দেশগুলোর রমজান শুরু ২ মার্চ

ইন্দোনেশিয়ার সঙ্গে মিল থাকলেও প্রতিবেশী মালয়েশিয়া ও ব্রুনাই ঘোষণা দিয়েছে যে, তাদের দেশে ২ মার্চ থেকে রমজান শুরু হবে। সরকারি সূত্র জানিয়েছে, চাঁদ পর্যবেক্ষণের পর তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়ার ঘোষণা

এর আগে অস্ট্রেলিয়া ১ মার্চ রমজান শুরুর ঘোষণা দেয়, যা বিশ্বে প্রথম ছিল। পরে ইন্দোনেশিয়াও একই ঘোষণা দেয়।

মধ্যপ্রাচ্যে চলছে চাঁদ দেখার প্রস্তুতি

এখনও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখার প্রক্রিয়া চলছে। ইসলামের জন্মস্থান সৌদি আরবে চাঁদ দেখার জন্য দূরবীন ও বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষকেও খালি চোখে চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে।

মক্কা সময় সন্ধ্যা ৬টা এবং বাংলাদেশ সময় রাত ৯টায় জানা যাবে, সৌদি আরবসহ অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১ মার্চ থেকে রমজান শুরু হবে কি না।

রমজান শুরুর সময় অঞ্চলভেদে কিছুটা পার্থক্য হলেও বিশ্বের বিভিন্ন দেশ চাঁদ দেখার ভিত্তিতে রোজা শুরু করবে। ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ব্রুনাই এবং সৌদি আরবের সিদ্ধান্তের ওপর নির্ভর করে অন্যান্য দেশগুলোর ঘোষণা আসবে।

 

শেয়ার করুন