১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বর্ষসেরা অপারেটর হলো গ্রামীণফোন

শেয়ার করুন

 

সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান টেলিকম অ্যাওয়ার্ড ২০২৫-এ দুটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে গ্রামীণফোন। পুরস্কার দুটি হলো:

ইএসজি ইনিশিয়েটিভ অব দ্যা ইয়ার – বাংলাদেশ

মোবাইল অপারেটর অব দ্যা ইয়ার – বাংলাদেশ

ইন্টারনেটের দুনিয়া সবার (আইডিএস) প্রকল্পের মাধ্যমে ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং টেলিযোগাযোগ খাতে সেরা সেবা বজায় রাখার জন্য এই স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি।

দেশের বৃহত্তম টেলিযোগাযোগ নেটওয়ার্ক

গ্রামীণফোন দেশের টেলিযোগাযোগ খাতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। বর্তমানে অপারেটরটির গ্রাহক সংখ্যা প্রায় সাড়ে ৮ কোটি, যা দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠীর সমান। এছাড়া ২২ হাজারের বেশি টাওয়ার এবং ৯৫% এর বেশি এলাকায় নেটওয়ার্ক বিস্তৃতি নিশ্চিত করেছে, যা দেশের ৯৯% জনগোষ্ঠীকে সংযুক্ত করেছে।

গ্রামীণফোন ২০২২ সালে প্রথম ফাইভজি প্রযুক্তির পরীক্ষা চালায় এবং ডিজিটাল সেবা উন্নত করতে ‘আলো’ ইউনিফায়েড আইওটি সল্যুশন ও ‘মাইজিপি’ অ্যাপের মাধ্যমে গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা প্রদান করছে। বর্তমানে মাইজিপি দেশের শীর্ষ সেলফ-সার্ভিস অ্যাপ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার

গ্রামীণফোনের টেকসই উদ্যোগগুলো শিল্পখাতে মানদণ্ডে পরিণত হয়েছে। বর্তমানে তারা ১,২০০টির বেশি সৌরশক্তিচালিত নেটওয়ার্ক টাওয়ার পরিচালনা করছে, যা কার্বন নিঃসরণ কমাতে ও বিদ্যুৎ সমস্যা রয়েছে এমন এলাকায় নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সহায়ক।

“ইন্টারনেটের দুনিয়া সবার” (আইডিএস) উদ্যোগ

২০২৩ সালের মার্চে চালু হওয়া আইডিএস উদ্যোগ ডিজিটাল বৈষম্য কমানোর লক্ষ্যে কাজ করছে। এ পর্যন্ত দেশের ২,০০০ ইউনিয়নে লাখ লাখ গ্রামীণ নারীকে ডিজিটাল অন্তর্ভুক্তির আওতায় আনা হয়েছে।

এই উদ্যোগের আওতায় ‘উঠান বৈঠক’ আয়োজন করে নারীদের ডিজিটাল দক্ষতা বাড়ানো হচ্ছে। এসব বৈঠকে ডা. তাসনিম জারার সহযোগিতায় স্বাস্থ্যসংশ্লিষ্ট তথ্য, কুইজ, কার্যক্রম এবং নারীদের জন্য বিশেষ ডিজিটাল কনটেন্ট প্রদান করা হয়।

বর্তমানে অনলাইন ব্যবহারকারীদের মধ্যে পুরুষ-নারীর অনুপাত ৭০:৩০। এই ব্যবধান কমাতে নকিয়া, ঢাকা ব্যাংক ও প্রথম আলোর মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্বে কাজ করছে গ্রামীণফোন।

গ্রামীণফোনের প্রতিশ্রুতি

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান বলেন,
“আমরা বিশ্বাস করি ইন্টারনেট এবং সংযোগের শক্তি সমাজের আর্থ-সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিজিটাল অন্তর্ভুক্তিকে এগিয়ে নিতে এবং সবার জন্য সংযোগ নিশ্চিত করতে আমরা কাজ করে যাব।”

এশিয়ান টেলিকম অ্যাওয়ার্ডস: টেলিকম খাতের সম্মানজনক স্বীকৃতি

এশিয়ান টেলিকম অ্যাওয়ার্ডস হলো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেলিযোগাযোগ খাতে গুরুত্বপূর্ণ অর্জনগুলোর স্বীকৃতি। এই পুরস্কার উৎকর্ষতার মানদণ্ড নির্ধারণে এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি, যা টেলিযোগাযোগ শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি ও উদ্ভাবনে ভূমিকা রাখা কোম্পানিগুলোকে প্রদান করা হয়।

গ্রামীণফোনের এই অর্জন বাংলাদেশের টেলিকম খাতে তাদের নেতৃত্ব ও উদ্ভাবনী শক্তিরই প্রতিফলন।

 

শেয়ার করুন