১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সামরিক কবরস্থানে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিন বাহিনী প্রধানের শ্রদ্ধা

শেয়ার করুন

 

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তিনি পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা শ্রদ্ধা জানান। বিজিবি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদ পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

পিলখানা ট্র্যাজেডির ১৬ বছর

আজ পিলখানা ট্র্যাজেডির ১৬ বছর। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা ও মোট ৭৪ জন নির্মমভাবে নিহত হন।

এই বিভীষিকাময় ও শোকাবহ দিনটি এবার প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে। গত ২৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ এক পরিপত্র জারি করে প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি এ দিবস পালনের সিদ্ধান্ত নেয়।

২০০৯ সালের সেই মর্মান্তিক ঘটনায় সেনা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যা করে লাশ গুম ও পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। শহীদদের পরিবারের সদস্যদের ওপরও ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর প্রথম বড় ধরনের আঘাত ছিল। এমনকি ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধেও বাংলাদেশ একসঙ্গে এতসংখ্যক সেনা কর্মকর্তাকে হারায়নি।

 

শেয়ার করুন