১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সাতসকালে কলকাতা-ওড়িশায় ভূমিকম্প, অনুভূত হলো ঢাকাতেও

শেয়ার করুন

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গোপসাগরে একটি ভূমিকম্প অনুভূত হয়, যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুরসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.১। এর উৎপত্তিস্থল বঙ্গোপসাগরে, ভূ-পৃষ্ঠ থেকে ৯১ কিলোমিটার গভীরে। ওডিশার পারাদ্বীপ থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভারত ছাড়াও বাংলাদেশ ও ওডিশার কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

এখন পর্যন্ত ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

একই দিনে ভারতের হিমাচল প্রদেশের মান্ডি এলাকায় ৩.৭ মাত্রার এবং সোমবার রাতে মণিপুরের উখরুল এলাকায় ৩.২ মাত্রার আরও দুটি ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

অন্যদিকে, ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, বঙ্গোপসাগরে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। অগভীর গভীরতার কারণে এটি বেশি শক্তিশালীভাবে অনুভূত হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটতম বড় শহর পারাদ্বীপ, যা ভূমিকেন্দ্রের উত্তর-পশ্চিমে ২৩০ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে দুর্বল কম্পন অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, ভূমিকেন্দ্র থেকে প্রায় ৫২৬ কিলোমিটার দূরে বাংলাদেশের রাজধানী ঢাকায় ভূমিকম্পটি খুব দুর্বলভাবে অনুভূত হয়েছে বলে জানিয়েছে ভলকানো ডিসকভারি।

 

শেয়ার করুন