১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

শেয়ার করুন

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর রোমাঞ্চকর দ্বৈরথে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

বিশ্ব ক্রিকেটের ‘এল ক্লাসিকো’ হিসেবে পরিচিত ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। যদিও সাম্প্রতিক সময়ে দুই দলের লড়াই অতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি, তবে উত্তেজনার কোনো কমতি নেই।

এবারের আসরে শুভ সূচনা করতে পারেনি পাকিস্তান; প্রথম ম্যাচে তারা হেরেছে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ জিততেই হবে রিজওয়ানদের। অন্যদিকে, ভারত প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছে। সেমিফাইনালের পথে এগিয়ে যেতে আজও জয় চাই রোহিত শর্মাদের।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে পাকিস্তান এক পরিবর্তন নিয়ে খেলছে। ইনজুরির কারণে ফখর জামান পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন। তার জায়গায় একাদশে এসেছেন ওপেনার ইমাম উল হক।

এদিকে, গতকাল অনুশীলনে না থাকায় বাবর আজমের খেলা নিয়ে কিছু গুঞ্জন ছিল, তবে শেষ পর্যন্ত তাকে রেখেই মাঠে নামছে পাকিস্তান। অন্যদিকে, ভারত অপরিবর্তিত একাদশ নিয়েই খেলবে।

পাকিস্তানের একাদশ:

ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক, উইকেটরক্ষক), সৌদ শাকিল, সালমান আগা, তাইয়্যেব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও আবরার আহমেদ।

ভারতের একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, হার্ষিত রানা, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।

 

শেয়ার করুন