১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ইউটিউবে বিজ্ঞাপন ছাড়াই দেখা যাবে ভিডিও

শেয়ার করুন

অনেকেই প্রতিদিনের অভ্যাসের অংশ হিসেবে ইউটিউবে ঢুঁ মারেন, তবে ঘন ঘন বিজ্ঞাপনের কারণে অনেক ব্যবহারকারী বিরক্ত বোধ করেন, বিশেষ করে যখন কিছু বিজ্ঞাপন স্কিপ করার সুযোগ থাকে না।

তবে এবার বিজ্ঞাপন মুক্ত ভিডিও দেখার সুযোগ দিচ্ছে ইউটিউব, তাও একদম বিনামূল্যে!

জানা গেছে, ইউটিউব শিগগিরই চালু করতে যাচ্ছে “প্রিমিয়াম লাইট” প্ল্যান। এই প্ল্যানে ব্যবহারকারীরা কোনো বিজ্ঞাপন ছাড়াই ভিডিও উপভোগ করতে পারবেন। তবে এতে মিউজিক ভিডিও দেখা যাবে না, কিন্তু পডকাস্ট ও নির্দেশমূলক কনটেন্ট উপভোগ করা যাবে। গুগল পরীক্ষামূলকভাবে এই পরিষেবাটি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, জার্মানি ও থাইল্যান্ডে চালু করছে। ধীরে ধীরে এটি বিশ্বের অন্যান্য দেশেও চালু করার পরিকল্পনা রয়েছে।

এছাড়াও ইউটিউব তাদের রাজস্ব মডেল নতুনভাবে সাজাতে কাজ করছে। কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের পরিমাণ বাড়ানোর লক্ষ্যে প্ল্যাটফর্মটি শুধুমাত্র বিজ্ঞাপন-নির্ভর না থেকে পেইড সাবস্ক্রিপশন বাড়ানোর দিকেও জোর দিচ্ছে। এর ফলে ভবিষ্যতে ক্রিয়েটররা আরও বেশি উপার্জনের সুযোগ পাবেন, আর ব্যবহারকারীরা আরও উন্নতমানের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

 

শেয়ার করুন