১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনও পালায় না : রিজভী

শেয়ার করুন

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনও দেশ ছেড়ে পালায় না। এর উজ্জ্বল দৃষ্টান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন ধরে নানা অত্যাচার, উৎপীড়ন ও বন্দিত্বের শিকার হলেও দেশ ও জনগণের পাশে থেকেছেন। এটাই বিএনপির সঙ্গে অন্যদের পার্থক্য।

শুক্রবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, “আমাদের বহু নেতাকর্মী গুম হয়েছেন, ক্রসফায়ারের শিকার হয়েছেন। তাদের রক্তাক্ত পথ পেরিয়ে চূড়ান্ত আন্দোলন—যা জুলাই-আগস্ট মাসে সংঘটিত হয়েছে—তার ফলেই স্বৈরাচারী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছি, স্বৈরাচারের পতন হয়েছে। এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের প্রধান দাবি হলো, একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন। বিগত ১৭ বছরে রাজনৈতিক শক্তি ও দলগুলোকে ধ্বংস করার চেষ্টা চালানো হয়েছে। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে প্রথমে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবে।”

তিনি আরও বলেন, “আমরা বারবার বলেছি, প্রয়োজনীয় সংস্কার করতে হবে, তবে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে। সেই প্রক্রিয়া সম্পন্ন করে সংসদ নির্বাচনের দিকে এগোতে হবে।”

 

শেয়ার করুন