১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বলিউডে টিকছেন না রণবীর, নায়কের পরিকল্পনা নিয়ে মুখ খুলল টিম

শেয়ার করুন

রণবীর সিং কি প্রযোজনা সংস্থা খুলছেন? জল্পনায় যা বলল তার টিম

বলিউডের অনেক শীর্ষ তারকারই এখন নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে। শাহরুখ খান, সালমান খান, অজয় দেবগনের মতো তারকাদের তালিকায় এবার কি নাম লেখাতে চলেছেন রণবীর সিং? বলিউডে জোর গুঞ্জন, ক্যারিয়ারে ভাটা পড়ায় টিকে থাকতে নিজস্ব প্রযোজনা সংস্থা চালু করতে পারেন তিনি।

ক্যারিয়ারে ভাটার কারণে সিদ্ধান্ত?
করোনাকালের পর থেকেই রণবীর সিংয়ের ফিল্মি ক্যারিয়ার কিছুটা মন্দার দিকে। তার অভিনীত ‘৮৩’, ‘সার্কাস’, ‘জয়েশভাই জোয়ারদার’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। অন্যদিকে, শাহরুখ খান ও রণবীর কাপুরের ‘পাঠান’, ‘জওয়ান’, ‘অ্যানিম্যাল’ রীতিমতো বক্স অফিস কাঁপিয়েছে।

গত বছর রোহিত শেট্টির ‘সিংহাম অ্যাগেইন’ সিনেমায় রণবীর সিং থাকলেও, অজয় দেবগণ ও কারিনা কাপুরের উপস্থিতিতে তিনি ছিলেন একপ্রকার লাইমলাইটের বাইরে। এছাড়া ‘ডন থ্রি’ নিয়ে কোনো আপডেট না থাকায়, অনেকেই মনে করছেন প্রতিযোগিতায় টিকে থাকতে এবার প্রযোজনা সংস্থা খুলছেন তিনি।

জল্পনার মাঝে মুখ খুলল রণবীরের টিম
যখন গুঞ্জন তুঙ্গে, তখনই রণবীর সিংয়ের টিম এই বিষয়ে মুখ খুলে জানায়, ‘এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। অভিনেতার এমন কোনো পরিকল্পনা নেই। বর্তমানে তিনি নিজের পরবর্তী প্রজেক্ট নিয়ে ব্যস্ত।’

কিসে ব্যস্ত রণবীর?
রণবীর বর্তমানে আদিত্য ধরের পরিচালনায় ‘ধুরন্ধর’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। ছবিটিতে সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না এবং আর মাধবনের মতো তারকারা রয়েছেন। এতে রণবীরকে দেখা যাবে একজন এজেন্টের ভূমিকায়, যে এক গোপন ও বিপজ্জনক মিশনে পাকিস্তানে যাবে।

এখন দেখার বিষয়, প্রযোজনা সংস্থা খোলার খবর সত্যি নাকি শুধুই গুঞ্জন!

 

শেয়ার করুন