১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় সিআইএ অভিযানের অনুমোদন দিলেন ট্রাম্প

শেয়ার করুন

ভেনেজুয়েলায় গুপ্ত অভিযান চালানোর অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অভিযানের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)। বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রের মাটিতে মাদক প্রবাহ ঠেকাতে আমরা বিদেশের মাটিতেও ব্যবস্থা নেব।” তার এই বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে, ভেনেজুয়েলায় সিআইএ–র বিশেষ অভিযান শুরু হতে যাচ্ছে।

সূত্র জানায়, ট্রাম্প প্রশাসন এখন ভেনেজুয়েলায় স্থল সামরিক অভিযান নিয়েও ভাবছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার কয়েকটি নৌকা লক্ষ্য করে হামলার পর ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

ট্রাম্পের প্রথম মেয়াদেও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা চালিয়েছিল ওয়াশিংটন। এবারও একই কৌশল অবলম্বন করতে পারে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপে ধারণা করা হচ্ছে, তিনি মাদুরো সরকারের ওপর আরও চাপ বাড়াতে চান।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই লাতিন আমেরিকার রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে আসছে। দেশ পরিবর্তনের নেপথ্যে সিআইএ–র ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে আগে থেকেই বিতর্ক রয়েছে। এবার ভেনেজুয়েলায় সরাসরি অভিযানের অনুমোদন দিয়ে সেই বিতর্ক আরও উসকে দিলেন ট্রাম্প।

সিএনআই/২৫

শেয়ার করুন