১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

রমজানে খাদ্যশস্য বিতরণ সুশৃঙ্খল করতে ডিসিদের নির্দেশ

শেয়ার করুন

রমজানে খাদ্যশস্য বিতরণ সুশৃঙ্খল করতে ডিসিদের নির্দেশ

পবিত্র রমজান মাসে বিশাল পরিমাণ খাদ্যশস্য সুলভ মূল্যে এবং কিছু ক্ষেত্রে বিনামূল্যে বিতরণ করা হবে। এই কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে এ কথা জানান খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

তিনি বলেন, মার্চ ও এপ্রিল মাসে প্রায় ৭ লাখ টন খাদ্যশস্য বিতরণ করা হবে। এর মধ্যে—

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায়: প্রতি মাসে দেড় লাখ টন করে মোট তিন লাখ টন চাল ৫০ লাখ পরিবার পাবে। প্রতিটি পরিবার প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি চাল পাবে।

টিসিবির মাধ্যমে: দুই মাসে ১ লাখ টন চাল বিতরণ করা হবে।

ওএমএসের মাধ্যমে: আরও ১ লাখ টন চাল সরবরাহ করা হবে।

ঈদের সময়ে: ১ কোটি পরিবার বিনামূল্যে ১০ কেজি করে চাল পাবে।

খাদ্য উপদেষ্টা আরও বলেন, এই কার্যক্রম বাজারে চালের দাম নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে। বিতরণ কার্যক্রমের তদারকি বিভিন্ন কর্তৃপক্ষ করলেও, প্রধান দায়িত্ব থাকবে ডিসিদের ওপর।

তিনি আরও বলেন, ঢাকার খাদ্য বিতরণ কার্যক্রম তদারকির ক্ষেত্রে আগে ততটা কঠোর নজরদারি ছিল না। এবার ঢাকা বিভাগের কমিশনার ও সংশ্লিষ্টদের বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এটি কঠোরভাবে তদারকি করতে। এ বিষয়ে কমিশনারের সঙ্গে আলাদাভাবে মিটিং করা হয়েছে এবং প্রয়োজনে আরও মিটিং হবে।

ঢাকা বিভাগে ১২২টি বিক্রয় কেন্দ্র ও ৭০টি ট্রাকসেল রয়েছে। টিসিবি ছাড়াও প্রয়োজনে ম্যাজিস্ট্রেট দিয়ে এসব কার্যক্রম তদারকি করতে বলা হয়েছে।

এ সময় খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের সচিবসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন