১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ছুটির দিনে অনেকটাই ফাঁকা ঢাকা, সড়কে রিকশার দাপট

শেয়ার করুন

শবে বরাতের ছুটি উপলক্ষে আজ রাজধানী ঢাকার সড়কগুলো অনেকটাই ফাঁকা। যেখানে স্বাভাবিক দিনে যানজট পেরিয়ে সিগন্যাল পার হতে লেগে যায় দীর্ঘ সময়, সেখানে আজ গাড়ির দেখা মিলছে খুবই কম। সকাল থেকেই ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, জরুরি পণ্য ও সেবা সংশ্লিষ্ট যান এবং অল্প কিছু বাস চলাচল করতে দেখা গেছে।

গণপরিবহন কম থাকায় ঢাকার বিভিন্ন সড়কে রিকশার আধিপত্য বেশি চোখে পড়ছে। অলিগলি থেকে প্রধান সড়ক—সব জায়গায়ই রিকশার চলাচল লক্ষ করা গেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর বাড্ডা-রামপুরা এলাকায় সরেজমিনে দেখা যায়, ব্যস্ত রাজপথ প্রায় ফাঁকা। মাঝে মাঝে দু-একটি বাস চললেও গণপরিবহনের সংকট স্পষ্ট। সিএনজি অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল ও প্রাইভেটকার চলাচল করলেও এসব যানবাহনের সংখ্যা তুলনামূলকভাবে কম। যেখানে স্বাভাবিক দিনে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে ১-২ ঘণ্টা সময় লাগত, সেখানে এখন মাত্র ১৫ মিনিটেই পৌঁছে যাওয়া সম্ভব হচ্ছে।

সরকারি ছুটির সুযোগ নিয়ে নগরবাসীর অনেকেই ফাঁকা ঢাকায় ঘুরে বেড়াচ্ছেন। কেউ ব্যক্তিগত বাহনে, কেউবা রিকশা, সিএনজি বা বাসে চড়ে শহর উপভোগ করছেন। স্বল্প দূরত্বে যাতায়াতের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ রিকশাকেই বেছে নিচ্ছেন।

রাজধানীর মহাখালী থেকে রামপুরা ব্রিজ সংলগ্ন হাতিরঝিলে ঘুরতে আসেন রাকিব হোসেন ও রুপা আক্তার দম্পতি। মহাখালী থেকে মগবাজার আসতে তাদের গুণতে হয়েছে ২০০ টাকা রিকশা ভাড়া। যদিও ভাড়া কিছুটা বেশি, তবে ফাঁকা ঢাকায় নিরবিচারে ঘুরে বেড়ানোর সুযোগ পেয়ে তারা বেশ খুশি।

রাকিব হোসেন বলেন, “প্রতিদিনের ব্যস্ততার মধ্যে পরিবার নিয়ে বের হওয়ার সুযোগ কম। তাই সরকারি ছুটির দিন পেলেই আমরা বেরিয়ে পড়ি। বিশেষ করে শবে বরাতের আজকের দিনটা আমাদের জন্য বিশেষ।”

রিকশা ভাড়া কিছুটা বেশি হলেও ফাঁকা ঢাকায় রিকশায় চড়ে ঘুরতে বেশ উপভোগ করছেন তারা।

এদিকে রামপুরার ব্যবসায়ী আব্দুর রাজ্জাক জানান, তিনি দীর্ঘদিন ধরে এই এলাকায় ব্যবসা করেন, তবে আজ ছুটির দিন হওয়ায় দোকান বন্ধ রেখেছেন। কর্মচারীরাও নিজেদের মতো দিন কাটাচ্ছেন।

ফাঁকা ঢাকায় গাড়ি চালানোর অভিজ্ঞতা জানিয়ে ভিক্টর ক্লাসিক পরিবহনের চালক মো. ইমরান বলেন, “ঢাকা যে আসলে কত ছোট, ছুটির দিনেই সেটা বোঝা যায়। সদরঘাট থেকে উত্তরা এত দ্রুত পৌঁছে যাচ্ছি, যা সাধারণ দিনে কল্পনাও করা যায় না। অথচ ছুটির দিন না হলে একই পথে যেতে ২-৩ ঘণ্টা লেগে যায়।”

রাজধানীবাসীর জন্য আজকের দিনটা যেন এক অন্যরকম অভিজ্ঞতা। ব্যস্ত শহরের কোলাহলহীন পরিবেশে ঢাকাবাসী ছুটির দিনকে নিজের মতো উপভোগ করছেন।

 

শেয়ার করুন