
বিতর্ক যেন তার নিত্যসঙ্গী। বিয়ে, পরকীয়া, বিচ্ছেদ—সবকিছুই তাকে নিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এছাড়াও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে আইনি জটিলতা, মামলা-মোকদ্দমার মুখোমুখি হয়েছেন এবং জেলও খেটেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি বিবিসি বাংলায় দেওয়া এক অডিও বার্তায় পরীমণি নিজেকে অনিরাপদ মনে করার কথা জানিয়ে বলেন, “অসহায় লাগার পাশাপাশি অবশ্যই অনিরাপদ বোধ করছি। শো-রুম উদ্বোধন থেকে শুরু করে জনসাধারণের সম্পৃক্ততা থাকা যেকোনো অনুষ্ঠান আমার কাজেরই অংশ।”
তিনি আরও বলেন, “এত বছর কেউ আমাকে বাধা দেয়নি, তাহলে এখন কেন বাধা আসছে? আমরা স্বাধীনভাবে আমাদের কাজটা করতে চাই।”
পরীমণি প্রশ্ন তোলেন, “যখন কথা বললাম, তখন নানা ধরনের হেনস্তার শিকার হতে হলো। এখানে কী ধর্মবিরোধী কিছু হয়েছে, নাকি ধর্মের ওপর আঘাত এসেছে—আমি স্পষ্ট জানি না। আমি শুধু জানতে চাই, এই প্রতিবন্ধকতা তৈরি করছে কারা?”
তিনি আরও বলেন, “যদি আমরা এই স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখি, তাহলে সেটি উপভোগ করতে পারছি না কেন? এই স্বাধীনতা আসলে কারা উপভোগ করছে?”