১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদ করেই দেশে ফিরবেন খালেদা জিয়া

শেয়ার করুন

লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঈদ উদযাপন শেষে দেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক।

বুধবার (১২ ফেব্রুয়ারি) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় তিনি এ তথ্য জানান।

এমএ মালেক বলেন, “আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন। তিনি দেশবাসীর দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছেন। কারণ উনি তার প্রিয় সন্তান তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবাইদা রহমান, শর্মিলা রহমান ও তিন নাতনি—ব্যারিস্টার জাইমা রহমান, জাহিয়া রহমান এবং জাফিয়া রহমানের সঙ্গে সময় কাটাচ্ছেন। তারা সবাই তার পাশে রয়েছেন।”

তিনি আরও বলেন, “আমরা যুক্তরাজ্য বিএনপির টিম উনার পাশে আছি। আলহামদুলিল্লাহ, তিনি মানসিকভাবে খুবই স্বস্তিতে আছেন। আমরা তাকে অনুরোধ করেছি অন্তত এই ঈদটা আমাদের সঙ্গে কাটানোর জন্য। আশা করি, তিনি আমাদের কথা রাখবেন এবং ঈদের পরই বাংলাদেশে ফিরবেন। উনি আগের চেয়ে অনেক ভালো রয়েছেন।”

তবে, তিনি দাবি করেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে হত্যার চেষ্টা করেছেন। তবে আল্লাহর অশেষ রহমতে সে পরিকল্পনা সফল হয়নি। শেখ হাসিনা একসময় লন্ডনে এসে ঘোষণা করেছিলেন খালেদা জিয়াকে হত্যা করবেন। কিন্তু আল্লাহর পরিকল্পনা সবার ঊর্ধ্বে। এখন হাসিনার পতন হয়েছে, আর বেগম খালেদা জিয়ার উত্থান হয়েছে।”

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খালেদা জিয়ার সঙ্গে কোনও আলোচনা হয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে এমএ মালেক বলেন, “আমাদের সঙ্গে রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি। কারণ, উনার কাছে প্রচুর তথ্য আসে, তিনি সবকিছু সম্পর্কে জানেন। আমরা শুধু মা-সন্তানের মতো তার আশেপাশে থাকি, একসঙ্গে সময় কাটাই। উনি আমাদের সঙ্গে এক টেবিলে খেতে বসেন, সেটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ।”

গত ৮ জানুয়ারি লন্ডনের একটি ক্লিনিকে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগের দিন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির পাঠানো বিশেষ অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা থেকে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়।

২৫ জানুয়ারি চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পর তিনি ছেলের বাসায় ওঠেন।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।

 

শেয়ার করুন