
অন্তর্বর্তী সরকার আইনি দলিল ও জনগণের ইচ্ছায় গঠিত: হাইকোর্টের পর্যবেক্ষণ
হাইকোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইনি ভিত্তিতে এবং জনগণের ইচ্ছার মাধ্যমে গঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট খারিজের পূর্ণাঙ্গ আদেশে এ পর্যবেক্ষণ দেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামত চান। আপিল বিভাগের মতামতের ভিত্তিতে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং উপদেষ্টারা শপথ নেন।
এ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মহসীন রশিদ রিট দায়ের করেন। শুনানি শেষে গত ১৩ জানুয়ারি হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে, যা বুধবার পূর্ণাঙ্গ আদেশ হিসেবে প্রকাশিত হয়।
আদেশে বলা হয়, বর্তমান অন্তর্বর্তী সরকার আইনি ভিত্তিহীন নয়। রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে পরামর্শ নিয়েছেন এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছেন। এছাড়া, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ইতিহাসের অংশ হিসেবে উল্লেখ করা হয়।
হাইকোর্ট রিট আবেদনটিকে “ভ্রান্ত ধারণাপ্রসূত, বিদ্বেষপ্রসূত ও হয়রানিমূলক” উল্লেখ করে তা খারিজ করে দেয়।