
শেষ মুহূর্তে এসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে মূলত শেষ দল হিসেবে টুর্নামেন্টের টিকিট নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর দল। তবে সাম্প্রতিক পারফরম্যান্স, অভিজ্ঞতার ঘাটতি এবং দলীয় সমন্বয় নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। বিশেষ করে সাকিব আল হাসান ও তামিম ইকবালের অনুপস্থিতি বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং মনে করেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা খুব একটা উজ্জ্বল নয়। আইসিসির এক পডকাস্টে তিনি বলেন,
“আমার ধারণা, তাদের জন্য এই টুর্নামেন্ট বেশ কঠিন হবে। দলটিতে আগের মতো মান নেই, বিশেষ করে অন্য দলগুলোর সঙ্গে তুলনা করলে। বাংলাদেশ হোম কন্ডিশনে ভয়ংকর দল, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির উইকেট তাদের জন্য খুব একটা সহায়ক হবে বলে মনে হয় না।”
তিনি আরও বলেন, বাংলাদেশ দলের বর্তমান মান ও অভিজ্ঞতা বিবেচনায় আফগানিস্তানেরও এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। পন্টিংয়ের মতে, দলের অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের অনুপস্থিতির শূন্যতা পূরণ করা কঠিন হবে, যা বড় টুর্নামেন্টে স্পষ্ট হয়ে উঠবে।
গত এক বছরে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের পারফরম্যান্সও আশানুরূপ নয়। ৯টি ওয়ানডের মধ্যে ৬টিতে হেরেছে, শেষ দুটি সিরিজেও হারতে হয়েছে। এমনকি আফগানিস্তানের সঙ্গেও ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে টাইগাররা।
২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শুরু করবে বাংলাদেশ। তাদের গ্রুপে আরও রয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড, যারা তিনটিই শীর্ষ পর্যায়ের দল। কঠিন এই গ্রুপ থেকে সেমিফাইনালে জায়গা করে নেওয়া বাংলাদেশের জন্য হবে বিশাল চ্যালেঞ্জ।