
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শেখ ছামিদুল ইসলাম দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
দুদকের পক্ষে সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান গত ৫ ফেব্রুয়ারি আদালতে এ সংক্রান্ত আবেদন করেন। এরপর আদালত তার উপস্থিতিতে শুনানির জন্য ১১ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেন। নির্ধারিত দিনে শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
২০২৩ সালের ২৩ ডিসেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কামরুল ইসলামের বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলার এজাহারে বলা হয়েছে, কামরুল ইসলাম ৬ কোটি ২৯ লাখ ১৯ হাজার ১৯৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন এবং তা ভোগদখলে রেখেছেন। এছাড়া, ১৫টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ২১ কোটি