
বলিউড থেকে হলিউড—দুই দুনিয়াতেই সফল প্রিয়াঙ্কা চোপড়া। আর ব্যক্তিগত জীবনে তিনি পেয়েছেন আমেরিকান পপ তারকা নিক জোনাসকে। ২০১৮ সালে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। বিয়ের পর থেকে দু’জনেই পরস্পরকে কাজে উৎসাহ দিয়ে আসছেন।
নিকের কনসার্টে প্রিয়াঙ্কাকে করতালি দিতে দেখা যায়, আবার অভিনেত্রীর নতুন ছবি মুক্তি পেলেও উচ্ছ্বসিত থাকেন নিক। তাদের সুখী দাম্পত্য জীবনে আসে নতুন আনন্দ, ২০২২ সালের ১৫ জানুয়ারি সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাদের কন্যা সন্তান মালতী মেরি চোপড়া জোনাস।
মেয়েকে নিয়ে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভালোবাসায় ভরা মুহূর্ত ভাগ করে নেন তারা। তবে একমাত্র সন্তানেই কি থামছেন নিক? ২০২১ সালের এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ভবিষ্যতে বড় পরিবার গড়ার স্বপ্ন দেখেন এবং একাধিক সন্তান চান।
নিক বলেছিলেন, “একটি দম্পতির মধ্যে যদি ভালো বোঝাপড়া থাকে, তাহলে একসঙ্গে পথ চলার অভিজ্ঞতাও সুন্দর হয়ে ওঠে। আমি তো অনেকগুলো সন্তানের কথা ভাবি।” তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা সময় নিচ্ছেন এবং নিজেদের ভালো থাকার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।
বর্তমানে প্রিয়াঙ্কা ও নিক তাদের কন্যাকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন। ভবিষ্যতে তাদের পরিবারে নতুন সদস্য আসবে কি না, সেটাই এখন দেখার বিষয়!