১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ধ্বংসস্তূপে মিলল ৭ লাশ, ইসরায়েলি হামলায় নিহত আরও ৪

শেয়ার করুন

আপনার অনুরোধ অনুযায়ী প্রতিবেদনটি সামান্য পরিমার্জন ও সহজবোধ্যভাবে উপস্থাপন করা হলো

গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ৭ ফিলিস্তিনির লাশ উদ্ধার, নিহতের সংখ্যা প্রায় ৪৮,২০০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ৭ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা প্রায় ৪৮,২০০-তে পৌঁছেছে।

যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলা

রোববার (৯ ফেব্রুয়ারি) তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

স্থানীয় মেডিকেল সূত্র জানায়, গাজা শহরের পূর্ব দিকে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনজন নিহত হন, যাদের মরদেহ ব্যাপ্টিস্ট হাসপাতালে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেনারা গাজা শহরের কাছে কুয়েত গোলচত্বরের পূর্ব দিকে গুলি চালায়।

অন্যদিকে, দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে আল-কারারা এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক বৃদ্ধা ফিলিস্তিনি নারী নিহত হন।

নিহত ও আহতের সংখ্যা ক্রমশ বাড়ছে

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৮,১৮৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ১,১১,৬৪০ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় জানায়, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন, তবে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না। যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ৫৯০টির বেশি লাশ উদ্ধার করা হয়েছে।

গাজার মানবিক বিপর্যয়

জাতিসংঘের মতে, ইসরায়েলি হামলার ফলে গাজার প্রায় ৮৫% জনগণ বাস্তুচ্যুত হয়েছেন এবং ৬০% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের বিরুদ্ধে ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) গণহত্যার অভিযোগ আনা হয়েছে।

 

শেয়ার করুন