
ফুটবল দুনিয়ায় বড় অঘটন: প্লিমাউথের কাছে হেরে এফএ কাপ থেকে বিদায় নিল লিভারপুল
লিভারপুলের চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মের কথা সবারই জানা। এখন পর্যন্ত তারা ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে এবং চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে। কয়েকদিন আগেই টটেনহ্যামকে বিধ্বস্ত করে ক্যারাবাও কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। কিন্তু সেই দুর্দান্ত দলই এফএ কাপ থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের দল প্লিমাউথ আর্গাইলের কাছে ১-০ গোলে হেরে।
অখ্যাত প্লিমাউথের কাছে হেরে কোয়াড্রুপলের স্বপ্নভঙ্গ
লিভারপুলের প্রতিপক্ষ প্লিমাউথ বর্তমানে ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপের তলানিতে এবং লিগ থেকে অবনমনের শঙ্কায় রয়েছে। এত বড় পার্থক্যের পরও এফএ কাপের ম্যাচে প্লিমাউথ ঘরের মাঠে অলরেডদের হারিয়ে চমক সৃষ্টি করেছে। এর ফলে লিভারপুলের কোয়াড্রুপল জয়ের স্বপ্নও শেষ হয়ে গেছে।
পেনাল্টিতে জয়সূচক গোল
ম্যাচের ৫৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে প্লিমাউথকে এগিয়ে দেন রায়ান হার্ডি। লিভারপুলের মিডফিল্ডার হার্ভি এলিয়টের হ্যান্ডবলের কারণে প্লিমাউথ পেনাল্টি পায়, যা থেকে নির্ভুল শটে দলকে এগিয়ে দেন হার্ডি। লিভারপুল গোলরক্ষক কুইভিন কেলেহার সেই শট রুখতে ব্যর্থ হন।
লিভারপুলের একের পর এক আক্রমণ, কিন্তু ব্যর্থতা
দ্বিতীয় সারির দল নিয়েও লিভারপুল আক্রমণে কোনো কমতি রাখেনি। তবে প্লিমাউথ গোলরক্ষক কনর হ্যাজার্ড দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। একের পর এক লিভারপুলের শট ঠেকিয়ে তিনি দলের জয়ের নায়ক হয়ে ওঠেন। ডারউইন নুনিয়েজ বদলি হিসেবে নেমে আক্রমণ শানালেও হ্যাজার্ডের প্রাচীরে বারবার ব্যর্থ হয়েছে লিভারপুল।
প্রধান তারকাদের বিশ্রাম, মূল্য দিতে হলো লিভারপুলকে
লিভারপুল কোচ আর্নে স্লট এই ম্যাচে অনেক তারকাকে বিশ্রাম দেন। মোহাম্মদ সালাহ, ভার্জিল ফন ডাইক ও কোডি গাকপো ছিলেন না মাঠে। লুইস দিয়াজ, দিয়োগো জোতা ও ফেদেরিকো কিয়েসার নিয়ে গড়া আক্রমণভাগ খুব একটা কার্যকর ছিল না। প্রথমার্ধে লিভারপুল আক্রমণে ধার দেখাতে ব্যর্থ হয়, যা শেষ পর্যন্ত তাদের বিদায়ের কারণ হয়ে দাঁড়ায়।
মাত্র চতুর্থ হার, কিন্তু বিশাল ধাক্কা
চলতি মৌসুমে এটি লিভারপুলের মাত্র চতুর্থ হার, তবে সেটাই এফএ কাপের মতো ঐতিহ্যবাহী আসর থেকে তাদের বিদায়ের জন্য যথেষ্ট হয়েছে। বড় টুর্নামেন্ট জেতার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা লিভারপুলের জন্য এটি একটি বড় ধাক্কা।