১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ইতিহাস গড়ে বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

শেয়ার করুন

একপেশে লড়াই, চিটাগাং কিংসের দুর্দান্ত ব্রেকথ্রু, এরপর ফরচুন বরিশালের ঘুরে দাঁড়ানো—বিপিএলের ফাইনাল ম্যাচ ছিল রুদ্ধশ্বাস উত্তেজনায় ভরা! তার ওপর চিটাগাংয়ের অদ্ভুত ফিল্ডিং বাড়িয়ে দিয়েছিল নাটকীয়তার মাত্রা। শেষ পর্যন্ত মাত্র ৩ বল ও ৩ উইকেট হাতে রেখে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো তামিম ইকবালের ফরচুন বরিশাল

বিপিএল ইতিহাসে এর আগে সর্বোচ্চ ১৭৬ রানের লক্ষ্য তাড়া করে শিরোপা জয়ের রেকর্ড ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের (২০২৩ ফাইনাল, বনাম সিলেট স্ট্রাইকার্স)। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল বরিশাল, ১৯৫ রান তাড়া করে শিরোপা জয়ের নতুন মাইলফলক স্থাপন করল তারা।

প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৯৪ রান তোলে চিটাগাং কিংস। জবাবে তামিম ইকবালের বিধ্বংসী ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় বরিশাল। তবে শরিফুল ইসলামের দুই দফা ব্রেকথ্রুতে ম্যাচ জমে ওঠে। শেষ মুহূর্তে রিশাদ হোসেনের সাহসী ব্যাটিং বরিশালকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। ১৯.৩ ওভারে বরিশালের জয় নিশ্চিত হয়।

 

ফাইনালের রং বদলেছে বারবার। শেষ দুই ওভারে বরিশালের প্রয়োজন ছিল কঠিন ২৪ রান। তখনই নায়ক হয়ে ওঠেন রিশাদ হোসেন। মাত্র ৬ বলে ১৮ রানের দুর্দান্ত ক্যামিও ইনিংস খেলে বরিশালকে শিরোপা এনে দেন তিনি। ম্যাচসেরা না হলেও, শিরোপা জয়ে তার অবদান ছিল অবিস্মরণীয়।

এর আগে বরিশালের ইনিংস গড়ে দেন তামিম (২৯ বলে ৫৪), কাইল মায়ার্স (২৮ বলে ৪৬) ও তাওহীদ হৃদয় (২৮ বলে ৩২)। তবে সব ছাপিয়ে ফাইনালের স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে রিশাদের সেই শেষ মুহূর্তের ঝড়ো ইনিংস!

 

শেয়ার করুন