১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দুই আসনে মনোনয়ন পেলেন সাঈদীর ২ ছেলে

শেয়ার করুন

পিরোজপুরের তিনটি আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণা

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গত বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ভান্ডারিয়া ইসলামী ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব প্রার্থীর নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল। সভায় সভাপতিত্ব করেন জেলা তালিমুল বিভাগের সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলা আমির মাওলানা আমির হোসেন।

নাজিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘোষিত প্রার্থীরা হলেন:

পিরোজপুর-১ (পিরোজপুর সদর, ইন্দুরকানি ও নাজিরপুর): আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছোট ছেলে আলহাজ মাসুদ সাঈদী

পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া): আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর বড় ছেলে আলহাজ শামীম সাঈদী

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া): জামায়াতে ইসলামী মঠবাড়িয়া উপজেলা আমির অধ্যাপক শরীফ আব্দুল জলিল

তিনটি আসনে প্রার্থী ঘোষণার পর তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনের বার্তাসহ ছবি পোস্ট করা হচ্ছে।

 

শেয়ার করুন