
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি তার দেশে চলমান সংঘাতের অবসান ঘটাতে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধানের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে প্রস্তুত।
ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ইবিআরডি)-এর প্রেসিডেন্ট ওডিল রেনাউড-বাসোর সঙ্গে বৈঠকের পর কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় জেলেনস্কি দাবি করেন, পুতিন যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা করতে “ভয় পাচ্ছেন”। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট (ডোনাল্ড) ট্রাম্প এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বিশ্বাস করে যে, রাশিয়া এবং পুতিনকে বাদ দিয়ে কূটনৈতিক সমাধান সম্ভব নয়। তাই আমি বলেছি, যদি যুদ্ধের অবসান কীভাবে হবে সে বিষয়ে একমত হওয়া যায়, তাহলে আমি বৈঠকের জন্য প্রস্তুত। আমাদের পক্ষ থেকে কূটনৈতিক সমাধানের পথে কোনো বাধা নেই। তবে আমার মনে হয়, মূল সমস্যা হলো পুতিন নিজেই যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা করতে ভয় পাচ্ছেন।”
প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা নিষিদ্ধ করে ২০২২ সালে ইউক্রেন একটি ডিক্রি জারি করেছিল, যাতে জেলেনস্কিও স্বাক্ষর করেছিলেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই নিষেধাজ্ঞা তার জন্য প্রযোজ্য নয়।
এদিকে, ইউক্রেনে চলমান যুদ্ধের অবসানে মার্কিন পরিকল্পনা নিয়ে জেলেনস্কি বলেন, “আমি নিশ্চিত, আমাদের (মার্কিন-ইউক্রেন) দল একসঙ্গে কাজ করবে। অন্য কোনো বিকল্প পরিকল্পনা নেই।” তিনি আরও জানান, শান্তি পরিকল্পনাসহ ওয়াশিংটনের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের ওপর কিয়েভ বিশেষ গুরুত্ব দিচ্ছে।
অন্যদিকে, ইবিআরডি প্রেসিডেন্ট রেনাউড-বাসো জানিয়েছেন, তার নেতৃত্বাধীন ব্যাংক ২০২২ সাল থেকে ইউক্রেনকে ৬.৫ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দিয়েছে এবং ভবিষ্যতে জ্বালানি ও বেসরকারি খাতে বিনিয়োগ অব্যাহত রাখার পরিকল্পনা করছে।