১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় ৩টি রাজনৈতিক দলের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

শেয়ার করুন

বগুড়ায় তিনটি রাজনৈতিক দলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

বগুড়ায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগ, জাসদ ও জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিক্ষুব্ধরা প্রথমে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের একটি ফলক ভেঙে শহরের সাতমাথায় জড়ো হয়। পরে তারা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে থাকা আসবাবপত্র ভাঙচুর করে বাইরে এনে আগুন ধরিয়ে দেয়।

এরপর তারা পাশের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয়েও অনুপ্রবেশ করে। সাইনবোর্ড নামিয়ে ও ভেতরের আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়।

পরে বিক্ষুব্ধরা মিছিল নিয়ে শহরের কবি নজরুল ইসলাম সড়কে যায় এবং সেখানকার জাতীয় পার্টির কার্যালয়েও একইভাবে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর আবার সাতমাথায় ফিরে এসে অবস্থান নেয়।

শেয়ার করুন