১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

১১ বছর পর আসছে ‘ম্যায় হু না’র সিক্যুয়েল

শেয়ার করুন

২০২৩ সালে পরপর তিনটি ব্লকবাস্টার দিয়ে দারুণভাবে কামব্যাক করেন বলিউড কিং শাহরুখ খান। চার বছরের বিরতির পর তিনি দর্শকদের উপহার দেন ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’। এরপর কিছুটা বিরতি নিয়ে এবার বড় ছেলে আরিয়ান খানের সঙ্গে নিজেদের প্রোডাকশন হাউস রেড চিলিজ এন্টারটেইনমেন্টের বিভিন্ন প্রোজেক্টে মনোযোগী হয়েছেন কিং খান।

এই সময়েই শাহরুখ ভক্তদের জন্য এলো দারুণ এক সুখবর! শোনা যাচ্ছে, ২০০৪ সালের সুপারহিট ছবি ম্যায় হু না-এর সিকুয়েল নিয়ে পরিকল্পনা চলছে। ছবিটির পরিচালক ফারহা খান এবারও পরিচালনার দায়িত্বে থাকছেন, তবে শাহরুখ খান এতে অভিনয় করবেন কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

পিঙ্কভিলা-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যায় হু না ২ নিয়ে দারুণ উৎসাহী শাহরুখ খান। তবে তিনি প্রথমে ছবির চিত্রনাট্য শুনতে চান। ২০২৫ সালের মাঝামাঝি সময়ের মধ্যে ছবির প্রথম খসড়া সম্পন্ন হবে, তখনই তিনি অভিনয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

প্রসঙ্গত, ম্যায় হু না ছিল রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে শাহরুখ খান ও গৌরী খানের প্রথম প্রযোজনা, যা মুক্তির পর বিপুল সাফল্য পেয়েছিল। ছবিতে শাহরুখের চার্মিং উপস্থিতি, রোমান্স আর অ্যাকশন মুগ্ধ করেছিল দর্শকদের। এরপরও একাধিক ছবিতে ফারহার সঙ্গে কাজ করেছেন শাহরুখ। এখন ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন—ফারহা ও শাহরুখ আবারও জাদু দেখাবেন কি না!

শেয়ার করুন