
বিচার বিভাগ সংস্কার কমিশন সম্প্রতি উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের সুপারিশ করেছে। উপজেলা সদরের ভৌগোলিক অবস্থান, দূরত্ব এবং মামলার চাপ বিবেচনা করে কোন উপজেলায় আদালত স্থাপন করা প্রয়োজন, তা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
প্রতিবেদনে বর্তমানে বিদ্যমান চৌকি আদালতগুলোর কার্যকারিতা পর্যালোচনা এবং সেগুলোর ভৌগোলিক এখতিয়ার পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তা পরীক্ষা করার কথা বলা হয়েছে। উপজেলা আদালতগুলোতে জ্যেষ্ঠ সহকারী জজ পর্যায়ের বিচারকদের নিয়োগ দিয়ে তাদের দেওয়ানি ও ফৌজদারি উভয় এখতিয়ার প্রদান করার সুপারিশ করা হয়েছে। এছাড়া, আইনগত সহায়তা কার্যক্রম ও বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা, বিশেষ করে মধ্যস্থতা পদ্ধতি, উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে।
কমিশনটি পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা, প্রধান বিচারপতি ছাড়া অন্য বিচারক নিয়োগে পৃথক কমিশন গঠন, দেশের সব প্রশাসনিক বিভাগে হাই কোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা, জেলা পর্যায়ে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা এবং স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠনের মতো সুপারিশও করেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩ অক্টোবর বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করা হয়, যার নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান। কমিশনটি বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব তৈরির লক্ষ্যে কাজ করছে।
কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হতে পারে বলে জানা গেছে।