১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যারিস্টারি পড়তে লন্ডনে যাচ্ছেন নুসরাত ফারিয়া

শেয়ার করুন

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া অভিনয়ের দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। শুধু অভিনয় নয়, পড়াশোনাতেও বেশ মনোযোগী তিনি।

নতুন এক অধ্যায়ে পা রাখতে চলেছেন ফারিয়া—ব্যারিস্টারি পড়তে যাচ্ছেন যুক্তরাজ্যে। গণমাধ্যমকে তিনি নিশ্চিত করেছেন, সবকিছু ঠিক থাকলে এ বছর সেপ্টেম্বরে লন্ডনে পড়াশোনা শুরু করবেন।

এ বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, “এবার লন্ডনে ‘বার অ্যাট ল’ পড়তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন, অভিনয়ের পাশাপাশি ডিগ্রিটাও সম্পন্ন করতে চাই।”

এর আগে তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে চার বছরের ‘ব্যাচেলরস অব ল’ সম্পন্ন করেন এবং সেকেন্ড ক্লাস অর্জন করেন।

প্রসঙ্গত, নুসরাত ফারিয়া শোবিজ ক্যারিয়ার শুরু করেছিলেন রেডিও জকি হিসেবে। এরপর মডেলিং ও বিজ্ঞাপনের মাধ্যমে পরিচিতি পান। ২০১৫ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার চলচ্চিত্র “আশিকী” দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার, যেখানে সহশিল্পী ছিলেন অঙ্কুশ হাজরা। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং ফারিয়াকে জনপ্রিয় করে তোলে।

 

শেয়ার করুন