
নবীগঞ্জে দুই শিক্ষিকা তিন বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত, শিক্ষার পরিবেশ ব্যাহত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষিকা দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। অনুমতি ছাড়াই তারা দেশের বাইরে অবস্থান করায় বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জানা গেছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফালগুনি পাল ইতি ২০২২ সালের ১০ জানুয়ারি থেকে এবং মাসুমা সুলতানা গাজী ২০২৩ সালের ১ মার্চ থেকে অনুপস্থিত। ফালগুনি পাল বর্তমানে ফ্রান্সে এবং মাসুমা সুলতানা গাজী পর্তুগালে বসবাস করছেন ও নাগরিকত্ব গ্রহণ করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তবারুক বেগম জানান, “দুইজন শিক্ষক না থাকায় পাঠদান কার্যক্রমে সমস্যা হচ্ছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি, কিন্তু এখনো পদগুলো শূন্য ঘোষণা করা হয়নি।”
নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রোমান মিয়া বলেন, “পদ শূন্য ঘোষণা করার জন্য হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, তবে কিছু প্রশাসনিক জটিলতার কারণে বিলম্ব হচ্ছে।”
এলাকাবাসী দ্রুত নতুন শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন, যাতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ পুনরুদ্ধার হয়।