১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুর-১৪ টেকপাড়া বস্তিতে আগুন

শেয়ার করুন

রাজধানীর মিরপুর-১৪ এর টেকপাড়া বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাত ১টা ২২ মিনিটে তারা আগুনের খবর পান। এরপর দুটি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১টা ৪৮ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো সম্ভব হয়নি। এছাড়া হতাহতের বিষয়েও এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নির্ধারণে তদন্ত চলছে বলে জানা গেছে।

শেয়ার করুন