
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৪৭ হাজার ৫০০ ছাড়িয়েছে।
বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার (৩ ফেব্রুয়ারি) ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীরা ধ্বংসস্তূপ থেকে এসব মরদেহ উদ্ধার করেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৪৭ হাজার ৫১৮-এ পৌঁছেছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যা মোট আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৬১২-এ পৌঁছে দিয়েছে। এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি হামলায় মোট ৬১ হাজার ৭০৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৪ হাজার ২২২ জন ধ্বংসস্তূপের নিচে এখনও নিখোঁজ রয়েছেন।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তিন-পর্যায়ের এই চুক্তিতে বন্দি বিনিময়, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাব উপেক্ষা করেই ইসরায়েল দীর্ঘদিন গাজায় হামলা চালিয়ে গেছে।
জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলের এই হামলায় গাজার ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে।