
৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ: এক নজরে
বিশ্ব ইজতেমার প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শূরায়ে নেজামের অধীনে পরিচালিত এই ধাপে অংশ নিয়েছেন ৪১ জেলার তাবলিগ অনুসারীরা। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে দ্বিতীয় ধাপ শুরু হবে, যেখানে অংশ নেবেন আরও ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। এবার দেখা যাক প্রথম ধাপ কেমন কাটল—
দরদভরা বয়ান
৩১ জানুয়ারি (শুক্রবার) থেকে শুরু হলেও আগের দিন থেকেই ইজতেমা ময়দানে জমায়েত হতে থাকেন তাবলিগ অনুসারীরা। শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের হৃদয়গ্রাহী বয়ান সাথীদের দ্বীনের পথে অটল থাকতে উৎসাহিত করেছে। উল্লেখযোগ্য মুরব্বিদের মধ্যে ছিলেন—
মাওলানা আহমাদ লাট
মাওলানা ইবরাহিম দেওলা
মাওলানা জিয়াউল হক
মাওলানা আব্দুর রহমান
মাওলানা মুহাম্মদ জুবায়ের আহমাদ
মাওলানা ওমর ফারুক
সুষ্ঠু আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা
প্রতি বছরের মতো এবারও বিশ্ব ইজতেমার আয়োজন সুচারুভাবে সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে ইজতেমা ময়দানে বসানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা ও চেকপোস্ট। সাদাপোশাকে ছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরাও, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়।
বিদেশি মুসল্লিদের সন্তুষ্টি
এবারের বিশ্ব ইজতেমায় ৭৬টি দেশের তিন হাজারের বেশি মুসল্লি অংশ নিয়েছেন, যার মধ্যে ছিলেন তুরস্ক, কানাডা, জর্দান, আফ্রিকা, ভারত ও পাকিস্তানের সাথীরা। অনেকেই গণমাধ্যমে বাংলাদেশের মানুষের আতিথেয়তা ও ইজতেমার সুষ্ঠু ব্যবস্থাপনার প্রশংসা করেছেন।
আরামদায়ক পরিবেশ
এবার দুই ধাপে ইজতেমা হওয়ায় মুসল্লিদের জন্য বেশ স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হয়েছে। আগের মতো জায়গার সংকট, রান্নার সমস্যা ও চলাফেরার ভোগান্তি কম ছিল।
দেশের বৃহত্তম জুমা
৩১ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হয় দেশের সবচেয়ে বড় জুমার নামাজ, যেখানে লাখো মুসল্লি অংশ নেন। ইমামতি করেন তাবলিগের শীর্ষস্থানীয় মুরব্বী মাওলানা মুহাম্মদ জুবায়ের আহমাদ।
যৌতুকবিহীন বিয়ে
এবারও বিশ্ব ইজতেমায় ৬৩টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারি (শনিবার) আসর নামাজের পর ভারতের মাওলানা যোহাইরুল হাসান বিয়ে পড়ান। বর-কনের অভিভাবকরা উপস্থিত ছিলেন, খেজুর বিতরণ ও বিশেষ দোয়ার মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
হৃদয়গ্রাহী মোনাজাত
আখেরি মোনাজাতে লাখো মানুষ অংশ নেন। মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়। অনেকেই রাত থেকেই ময়দানে এসে জায়গা করে নেন, যেন মোনাজাতে সরাসরি অংশ নিতে পারেন।
ড্রোন আতঙ্ক ও আহত মুসল্লিরা
২ ফেব্রুয়ারি (রবিবার) আখেরি মোনাজাত চলাকালে একটি ড্রোন ময়দানে পড়ে গেলে বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে মুসল্লিদের হুড়োহুড়িতে প্রায় ৪১ জন আহত হন এবং তাদেরকে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
৫ জন তাবলিগ অনুসারীর ইন্তেকাল
প্রথম ধাপে ৫ জন মুসল্লির মৃত্যু হয়েছে। সর্বশেষ ইন্তেকাল করেন হাজী আব্দুল গফুর (৭৫)। তার আগে আরও ৪ জন মারা যান—
ইয়াকুব আলী (৬০)
আব্দুল কুদ্দুস গাজী (৬০)
ছাবেত আলী (৭০)
সফলভাবে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। শান্তিপূর্ণ পরিবেশ, সুসংগঠিত ব্যবস্থাপনা ও ওলামায়ে কেরামের দিকনির্দেশনামূলক বয়ান বিশ্ব ইজতেমাকে আরও তাৎপর্যপূর্ণ করেছে। আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় ধাপও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে, এই প্রত্যাশা সবার।