১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই: তারেক রহমান

শেয়ার করুন

সংস্কার ইস্যুতে নির্বাচন বিলম্বিত হলে স্বৈরাচার আবারও সুযোগ পেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘ভোটের অধিকার প্রতিষ্ঠায় বহু মানুষ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে। তাই সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। দেশ ও মানুষের অধিকার রক্ষায় নির্বাচনের কোনো বিকল্প নেই।’

রোববার রাজধানীর কদমতলী থানা বিএনপি’র এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। একত্রিশ দফা সংস্কার প্রস্তাব নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি আরও বলেন, ‘স্বৈরাচারের মুখোমুখি দাঁড়িয়ে অনেকেই দেশ সংস্কারের কথা বলতে সাহস পায়নি। তখন বিএনপিই একমাত্র সংস্কারের কথা বলেছে। এখন অনেকেই সংস্কারের কথা বলছেন।’ তিনি জানান, বিএনপি দলের ভেতরে এবং দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে চায় দলটি।

তারেক রহমান আরও বলেন, ‘যেকোনো নির্বাচন নির্দিষ্ট সময় পর পর অনুষ্ঠিত হওয়া জরুরি। অন্যথায় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে না।’ এছাড়া চাঁদাবাজিতে জড়িত বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তিনি দাবি করেন, ‘অতীতে কোনো রাজনৈতিক দল এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি।’

বিএনপি রাষ্ট্র কাঠামো সংস্কার ও জনসম্পৃক্তি বাড়াতে ৩১ দফা সংস্কার প্রস্তাব নিয়ে ধারাবাহিক কর্মশালা আয়োজন করে আসছে। এরই অংশ হিসেবে বিভাগীয় ও জেলা পর্যায়ের পর এখন থানা ভিত্তিক কর্মশালাও করছে দলটি। রোববার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন কদমতলী থানা বিএনপি এই কর্মশালার আয়োজন করে।

শেয়ার করুন