১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শবে মেরাজে মসজিদে কোরআন তিলাওয়াতের সময় ইমামের মৃত্যু

শেয়ার করুন

চলতি বছরের শবে মেরাজে ইন্দোনেশিয়ায় একটি মসজিদে হৃদয়বিদারক একটি ঘটনা ঘটেছে, যেখানে ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে ইমাম তেংকু হাসবি আহমাদ মৃত্যুবরণ করেন। শবে মেরাজ উপলক্ষে আয়োজিত ওই মাহফিলে কোরআন তিলাওয়াত করার সময় হঠাৎই মাইকের সঙ্গে পড়ে যান তিনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইমামের মৃত্যুর এই দৃশ্য।

ভিডিওতে দেখা গেছে, মসজিদে উপস্থিত মুসল্লিরা যখন কোরআন তিলাওয়াত শুনছিলেন, তখন হঠাৎই মাইকসহ মাটিতে পড়ে যান ইমাম। মুহূর্তের মধ্যে মুসল্লিরা তার কাছে ছুটে যান। মসজিদ কর্তৃপক্ষ জানায়, তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তেংকু হাসবি আহমাদ, ৫৫ বছর বয়সী, ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের মসজিদুল মুজাহিদীন মসজিদের একজন ইমাম ছিলেন। ভিডিওতে তার আকস্মিক পতন এবং পরে মৃত্যুর ঘটনা উঠে আসে, যা মসজিদে উপস্থিত মুসল্লিদের জন্য অত্যন্ত শোকের বিষয় ছিল।

এদিকে, জানা গেছে, মৃত্যুর আগে মাগরিবের নামাজের সময় তিনি সুস্থ ছিলেন, তবে পরবর্তী সময়ে এই অপ্রত্যাশিত ঘটনা ঘটে। ইন্দোনেশিয়ায় শবে মেরাজ ও ইসরা প্রতি বছর গুরুত্বের সাথে পালন করা হয়, এবং এ ঘটনায় দেশটির মুসলিম সম্প্রদায় শোকাহত।

 

শেয়ার করুন