১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ভারত-মিয়ানমার থেকে এলো দুই জাহাজ

শেয়ার করুন

ভারত ও মিয়ানমার থেকে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, যার মধ্যে ৩৭ হাজার টন চাল আমদানি করা হয়েছে। খাদ্য অধিদপ্তর এই চাল আমদানি করেছে।

খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২ হাজার টন আতপ চাল মিয়ানমার থেকে জি টু জি ভিত্তিতে এমভি এটিএন ভিক্টরি জাহাজে চট্টগ্রাম বন্দরে এসেছে। অন্যদিকে, ভারত থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১৫ হাজার টন সিদ্ধ চাল নিয়ে এমভি বিএমসি প্যানডোরা জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতিবেশী দেশ দুটি থেকে আমদানি করা চাল জাহাজ থেকে দ্রুত খালাসের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

শেয়ার করুন